করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার দেশটিতে ৫৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের দেহে। পাশাপাশি একদিনে ৪ হাজার ৯০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খবর- আরব নিউজ।
করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
Drop your comments: