
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা মোঃ ইশারত হোসেন আজ এক সংবাদ সম্মেলনে তার ছোট ভাইয়ের স্ত্রী আনজু বেগম কর্তৃক বারবার মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে ইশারত হোসেন বলেন, “গত চার বছর ধরে আমার ছোট ভাইয়ের স্ত্রী আনজু বেগম আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে। আমার ছোট ভাই জামির হোসেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসী। এই সুযোগে আনজু বেগম নিজের ইচ্ছেমতো চলাফেরা করছে এবং একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “এইসব অনৈতিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমার বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাব পোষণ করতে থাকে এবং একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করে। আমি নিজের নিরাপত্তার জন্য বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করলে সে আরও ক্ষিপ্ত হয়।”
ইশারত হোসেন অভিযোগ করে বলেন, “গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় একটি সাজানো নাটকের মাধ্যমে ফরিদপুর আদালতে আমার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করে। অথচ সেদিন আমি শুধু আমার বৃদ্ধা মাকে খাবার দিতে বাড়িতে গিয়েছিলাম। আনজু বেগম হঠাৎ চিৎকার করে বলে ওঠে যে আমি তাকে মারতে এসেছি। তার ভয়ে আমি বাড়িতে প্রবেশ না করে বাড়ি থেকে ২০০ গজ দূরে গিয়েছিলাম এবং আমার স্ত্রীকে সেখানে নামিয়ে দিই।”
তিনি জানান, “বাড়িতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে প্রকৃত সত্য উদঘাটন সম্ভব। এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সত্যতা সম্পর্কে অবগত আছেন।”
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, আনজু বেগম নানা অজুহাতে ইশারতের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে ইশারত হোসেন নিজ বাড়িতে বসবাস না করে আলফাডাঙ্গা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন এবং ফুটপাতে স্যান্ডেলের ব্যবসা পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইশারতের মা হাজেরা বেগম, বোন মজিরন, ভাই সাকাওয়াত হোসেন তালুকদার, প্রতিবেশী আহমেদ মোল্লা, গ্রামের মাতবর মোতাহের হোসেন, মোঃ ফরিদ মোল্লা, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।