মহামারী করোনাভাইরাসের মধ্যেই অনুশীলনের ফিরলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ১৫ মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ থাকার পর সোমবার অনুশীলনে ফেরেন ডি ককরা।
হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে জাতীয় ক্রিকেটারসহ ৪৪ জন ক্রিকেটার অনুশীলনে ফিরেছেন। যাদের নেতৃত্বে রয়েছেন কুইন্টন ডি কক। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি ক্রমেই অনুশীলনে ফেরেন ক্রিকেটাররা। মার্চে করোনার কারণে ভারত সফরে প্রোটিয়াদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি স্থগিত হয়ে যায়।
করোনাকাল হওয়ায় ক্রিকেটাররা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবেন। অবশ্য এই সময়ে তাদের নজরদারিতেও রাখা হবে। পুরো বিষয়টিই তদারক করা হবে স্বাস্থ্যবিধি মেনে, যার গাইডলাইন তৈরি করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার স্টিয়ারিং কমিটি।
জুন মাসে সীমিত ওভারের সিরিজের জন্য শ্রীলংকা সফরের কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে গেছে তা।