
বাংলাদেশে আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বুধবার (৩০ জুলাই) সকালে গণমাধ্যমকে তিনি এই কথা জানিয়েছেন।
বাণিজ্য সচিব বলেছেন, ‘আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে। তবে কত টুকু কমবে তা এখনই বলা যাচ্ছে না। আমাদের আরও দুই দফায় মিটিং আছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলেই আশা করছি।’
মার্কিন শুল্ক হ্রাসকরণের লক্ষ্যে এ নিয়ে তৃতীয় ধাপে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশের প্রতিনিধি দল।
বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সাথে আলোচনায় অংশ নিয়েছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিবর্গ।
প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকরের কথা জানিয়েছিলেন। নতুন করে এ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে। আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।