![WhatsApp Image 2025-02-11 at 3.02.13 PM (1)](https://banglaexpressonline.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-11-at-3.02.13-PM-1-1024x576.jpeg)
বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আগ্রহ বাড়াতে ওয়াল স্টেট এক্সচেঞ্জের বিভিন্ন কর্মসূচি। এ উপলক্ষে সাপ্তাহিক, মাসিক ও মেগা পুরস্কার দিচ্ছে এক্সচেঞ্জটি৷
সংযুক্ত আরব আমিরাতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের এই উদ্যোগ বিগত কয়েকমাস থেকে চলছে৷ সেই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসের “সার্প্রাইজ ইউর ফ্যামিলি” এর মেগা পুরস্কার পেয়েছেন বাংলাদেশি প্রবাসী আব্দুল হান্নান। শারজহ্ ন্যাশনাল পেইন্ট শাখা থেকে টাকা পাঠিয়ে পুরস্কার জিতেছেন তিনি। বৈধ পথে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের উৎসাহ দিতে ও উক্ত পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আব্দুল হান্নানের বসবাসরত ক্যাম্পে এই আয়োজনটি করা হয়। এসময় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে তার হাতে পুরস্কার তুলে দেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের এ.সি.ই.ও মালাজ মুবাইদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ নবিউল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হেড অফ রিটেইল সুলতান মাহমুদ, সহকারি মার্কেটিং ম্যানেজার দিশা ভাটিয়া, ইন্সটান্ট ক্যাস এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার রাহুল কৃষ্ণা কুমার সহ অন্যান্য ওয়াল স্ট্রিট কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, কষ্টার্জিত টাকা বৈধ পথে দেশে গেলে পরিবারের পাশাপাশি প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের রিজার্ভ সমৃদ্ধ করে৷ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মানে দেশ ও প্রবাসের আইনলঙ্ঘন করা৷ আইনবহির্ভূত কোনো কাজই প্রশান্তি দিতে পারেনা৷ তাছাড়া প্রণোদনাসহ হিসেব করলে হুন্ডির চেয়ে ব্যাংকিং চ্যানেলে বেশি টাকা পায় পরিবার।
বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে আলাদা শান্তি রয়েছে এবং হালাল উপার্জন সঠিকভাবে প্রেরণ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে জানান বিজয়ী আব্দুল হান্নান।
প্রবাসীদের বিনোদন দিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।