
পটুয়াখালীর মহিপুরে “অপারেশন ডেভিল হান্ট” অভিযান চালিয়ে থানা যুবলীগ নেতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। আটককৃত মামুন হাওলাদার(৪৫) মহিপুর থানা যুবলীগের সদস্য ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, (সোমবার ১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সারাদেশের ন্যায় মহিপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক রাত ৩ টার দিকে তাকে তার নিজ বাসা সেরাজপুর থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Drop your comments: