সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের জার্ফ এরিয়াতে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আজোয়া অটো স্পেয়ার পার্টস এর শুভ উদ্বোধন হয়েছে।
বেলাল উদ্দীন, নাইমুল ইসলাম,জাকারিয়া হোসাইন এবং জয়নাল আবেদীন এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এ ই’র সভাপতি মামুনুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম মোদাসসের শাহ, আব্দুল্লাহ আল শাহীন, ইশতিয়াক আসিফ, মেহেদী রুবেল, জিয়া চৌধুরী, গিয়াস উদ্দিনসহ বিপুলসংখ্যক প্রবাসী।
এসময় উপস্থিত প্রবাসীরা বলেন, আমিরাত হচ্ছে ব্যবসার জন্য নিরাপদ একটি দেশ। এখানে বিনিয়োগ করে সফল হওয়া সম্ভব৷ চাকুরির পাশাপাশি একক কিংবা যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করার সুযোগ রয়েছে। সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রবাসীরা নিজেদের দক্ষ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীরা প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।