সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। আজমানের একটি বাগান বাড়িতে এই আয়োজন করা হয়। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বৃহত্তর ফরিদপুরের প্রবাসীরাসহ উৎসবমুখর পরিবেশে আমিরাত প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ীরা অংশ নেন।
দিনভর শিশু-কিশোর, নারী-পুরুষের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠানসহ ব্যতিক্রমী সব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বনভোজনে সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের পরিচালনায় সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুল বলেন, আজকের এই আয়োজনে বৃহত্তর ফরিদপুরসহ প্রবাসীদের সরব উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রবাসীরা শীতকালে একটু আনন্দ চায়। পাশাপাশি প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে সামজিক সম্প্রতির বন্ধনের সঙ্গে পরিচিত করতে আমাদের এই আয়োজন।
উপস্তিত ছিলেন, উদযাপন কমিটির আহবায়ক এইচ এম শওকত মোল্লা, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, শফিকুল ইসলাম, হাসান জাকির, কবির মুন্সি, আবুল বাশার, মোতাহার হোসেন, মামুনুর রশীদ আজাদ, মিজান সাইদ প্রমুখ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার ও র্যাফল ড্রর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।