এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করার পর এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে বেইউমাস ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ১২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে জান্নাতুল মাওয়া ৪৫ রান এবং সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ রান করেন। ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর মাওয়া ও সাদিয়ার মধ্যে ৪৪ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওঠে। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ এবং মোসাম্মদ ইভা ১৯ রান করেন, ফলে ৪৫ রানের উদ্বোধনী জুটি হয়।
লক্ষ্য তাড়ায় মালয়েশিয়ার কোনো ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেননি। ওপেনার নূর আলিয়া বিনতি মো. হাইরুনের ব্যাটে আসে সর্বাধিক ৫ রান। অতিরিক্ত খাত থেকে ১২ রান দলীয় স্কোরবোর্ডে যোগ হয়।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে এক মেডেনসহ মাত্র ৩ রান খরচায় একাই ৫ উইকেট নেন। হাবিবা ইসলামও ছিলেন আগ্রাসী, চার ওভারে এক মেডেনসহ ৫ রান দিয়ে তার শিকার তিন উইকেট। আনিসা আক্তার সোবা চার ওভারে এক মেডেনসহ ৫ রানের বিনিময়ে পান ২ উইকেট।
এখন সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপাল ও শ্রীলংকাও সুপার ফোরে পৌঁছেছে। এই চার দলের মধ্যে শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে খেলবে।