নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল মল্লিক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। রিভা রাজনৈতিক তৎপরতার চেষ্টা চালাচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে রিভাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, রিভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার আদালতের কাছে সোপর্দ করা হবে।
Drop your comments: