আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা উলামা-মাশায়েক ও তাওহীদি জনতা।
সোমবার ২ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদে এসে জড়ো হয়। পরে জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে আলফাডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তি যোদ্ধা ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা উলামা পরিষদ শাখার নেতাকর্মী, স্থানীয় জনগন ও আলেম সমাজের প্রতিনিধিরা।
ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও আহসানুল্লাহর সঞ্চলনায়,ক্বওমী ওলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাঃ তামিম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জমিয়াতে ওলামায় সভাপতি মাওঃ আমিনুল্লাহ সাহেব, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কুতুবউদ্দিন ফরিদি,খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মুফতি ইবাদত হোসেন,আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শরিফুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস,যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা মুফতি বেলায়েত হোসেন, মাওঃ আজিজুল্লাহ সাহেব,মাঃ আমিরুল ইসলাম,খেলাফত যুব মজলিসের মুফতি আঃ করিম,আবু বকর, মাও সাফিউল্লাহ, মুফতি আশিকুর রহমান প্রমূক বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
একই সঙ্গে ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান উপজেলা উলামা-মাশায়েক ও তাওহীদি জনতা।