November 25, 2024, 7:38 pm
সর্বশেষ:
বান্দরবানে ৮৩টি মোবাইল ফোন উদ্ধার করলো এপিবিএন চরম্বায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে ভিক্ষুকদের নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ সেবাদান প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালেন আদিত্য ফাউন্ডেশন বাগেরহাটে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গুড়িঁয়ে দেওয়া হলো মসজিদ লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা Shael Oswal’s Romantic Anthem “Rabba Kare” Mesmerizes Audiences Worldwide কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি প্রশাসন ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমির খসরু

চরম্বায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Last update: Monday, November 25, 2024

আব্দুল ওয়াহাব,লোহাগাড়া( চট্টগ্রাম) সংবাদদাতা,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়নের আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।

শনিবার(২৩ নভেম্বার) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ড় বাইয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুমে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃরিয়াদ হোসেন এর সঞ্চালনায় ইউনিয়নে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী,সভায় আরো উপস্থিত এস আই রায়হান,কলাউজান বিএনপির সদস্য সচিব
প্রফেসার নরুল আমিন,নরুল আলম,বাইয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিক ইসলাম,বশর,মোনাফ,সাবের,জামাল উদ্দীন, নরুল হক মেম্বার সহ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধের বিরুদ্বে পুলিশের ভূমিকার পাশাপাশি সাধারণ জনগণেরও ভূমিকা ভূমিকা রাখতে আহ্বান জানান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC