আবুধাবিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে দুইটি বিশেষ ফ্লাইট (ইউ এস বাংলাএয়ার লাইন্সের বোয়িং-৭৩৭-৮০০) ঢাকা – আবুধাবি – ঢাকা রুটে পরিচালনা করারপরিকল্পনা করা হচ্ছে।
ফ্লাইটের তারিখ: ২৯ জুন এবং ৩০ জুন ২০২০। (আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্যফ্লাইটের তারিখ পরিবর্তনশীল।)
ফ্লাইটের সময়সুচী :
29 June 2020 – BS-351 – DAC 22:30 HRS – AUH 02:00+1 HRS
30 Jun 2020 – BS-352 – AUH 03:00 HRS – DAC 10:30 HRS
30 June 2020 – BS-351 – DAC 19:30 HRS – AUH 23:00 HRS
30 June 2020 – BS-352 – AUH 23:55 HRS – DAC 07:30+1 HRS
টিকিটের ওয়ান ওয়ে (One Way) মুল্য :
ঢাকা – আবুধাবি: ইকোনমি ক্লাস: ৪৫,০০০ টাকা (৩০ কেজি চেক ইন এবং ৭ কেজি কেবিন ব্যাগেজ)
আবুধাবি – ঢাকা: ইকোনমি ক্লাস: ৩৯,০০০ টাকা (৩০ কেজি চেক ইন এবং ৭ কেজি কেবিন ব্যাগেজ)
আগ্রহী যাত্রীগণকে নিম্নের লিংকের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।
https://baf.shataj.com/ticket
প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর “Book Now” বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর(Booking Number) পাওয়া যাবে। উক্ত বুকিং নম্বরটি সংরক্ষন / লিপিবদ্ধ করে পরবর্তীতেপেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে।
এর পর, “Pay Now” বাটনটিতে ক্লিক করে বুকিং নম্বর (Booking Number) এবং যাত্রীর জন্মতারিখ (Date of Birth) দিয়ে “Find” বাটনটিতে ক্লিক করলে যাত্রীর সমস্ত তথ্য প্রদর্শিত হবে।সঠিক তথ্য নিশ্চিত করে পেমেন্ট করা যাবে। আসন সংখ্যা সীমিত থাকার কারনে আগের বুকিং নম্বর ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা – আবুধাবি যাত্রীদের জন্য :
আবুধাবি ও অন্যান্য শহরের জন্য নিম্নের লিংকে ক্লিক করে ইউএই-তে ফিরে যাবার অনুমতিরআবেদন করতে হবে।
https://smartservices.ica.gov.ae
আবেদন গৃহীত হলে ই-মেইলে COVID-19 টেস্ট করানোর জন্য নির্বাচিত মেডিকেল সেন্টারেরতালিকা আসবে, যেখান থেকে যাত্রীগণদের নিজস্ব সুবিধা মোতাবেক সেন্টার থেকে টেস্ট করাতেহবে।
COVID-19 টেস্ট নেগেটিভ ফলাফলের ৪ দিনের মধ্যে ইউএই-তে প্রবেশ করতে হবে। ৪ দিনেরআগের ফলাফল গ্রহনযোগ্য হবে না।
ইউএই-তে আগমনের পর নিজ খরচে আবার COVID-19 টেস্ট করতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে ১৪ দিন নিজ খরচে হোম / হোটেল / প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে।
সকল যাত্রীগণদের নিজ নিজ মোবাইল ফোনে Al-Hosn App ডাউনলোড করতে হবে।
শুধু মাত্র চুড়ান্ত গন্তব্য দুবাই-এর জন্য নিম্নের লিংকে ক্লিক করে ইউএই-তে ফিরে যাবারঅনুমতির আবেদন করতে হবে।
https://smart.gdrfad.gov.ae
শর্ত পূরণ হলে তাৎক্ষণিক ভাবে অনুমতি পাওয়া যাবে। এ ক্ষেত্রে COVID-19 টেস্ট করার কোনপ্রয়োজনীয়তা নেই। দুবাই আগমনের পর নিজ খরচে COVID-19 টেস্ট করতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে ১৪ দিন নিজ খরচে হোম / হোটেল / প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে।
এতদসংক্রান্ত বিষয়ে যে কোন প্রয়োজনীয় তথ্যের জন্য ঢাকাস্থ ইউএই দূতাবাসের নিম্নোক্তনম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ফোন: 02-9882244 এবং 02-9882277
ই-মেইল: dhakaemb@[email protected]
আবুধাবি-কে ট্রানজিট হিসাবে গ্রহণ করে ঢাকা থেকে যাত্রীগণ অন্য যে কোনও দেশেরউদ্দেশ্যেও ভ্রমন করতে পারবেন।
এ ক্ষেত্রে নিম্নের লিংকে ক্লিক করে নিজ নিজ প্রয়োজনীয়তা যাচাই করে নিতে হবে। https://www.iatatravelcentre.com
সমস্ত যাত্রীগন তাদের নিজস্ব ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা স্ব স্ব দুতাবাস / মন্ত্রনালয় / ইমিগ্রেশন ইত্যাদি হতে (যদি থাকে) নিজ দায়িত্বে ফ্লাইটের নু্ন্যতম ২৪ ঘন্টা আগেসম্পন্ন করবেন।
“আবুধাবি – ঢাকার” সমস্ত যাত্রীগণদের নিজ দায়িত্বে করোনা টেস্ট করে নিতে হবে। নেগেটিভসার্টিফিকেট থাকলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে না যাত্রার ৬ ঘন্টা পূর্বে বিমান বন্দরে উপস্থিত হতে হবে। বিমান বন্দরে অবশ্যই ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক নিয়ে আসতে হবে।
অতিরিক্ত মুল্য পরিশোধ করেও বিমান বন্দরে অতিরিক্ত ব্যাগেজ বহন-এর কোনো ব্যবস্থা নাথাকায় প্রদত্ত ব্যাগেজ এর অতিরিক্ত মালামাল কোন অবস্থাতেই বহন করা যাবে না।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:
বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট
ঢাকা ক্যান্টনমেন্ট।
ইমেল: [email protected]
টেলিফোন: +8802-55060000 এক্সটেনশন : 3395