November 14, 2024, 12:43 pm
সর্বশেষ:
বেনাপোলে কলেজ ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির শরণখোলায় তিন মাসের শিশু চুরির চেষ্টা প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা সাতক্ষীরায় হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সালের বিরুদ্ধে নারী রোগীকে জুতা দিয়ে পিটানর অভিযোগ বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনার আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Last update: Saturday, November 9, 2024

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় আল্লাহর দান হোটেলে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সজল আহম্মেদ জানান, দর্শনার মেসার্স আল্লাহর দান হোটেল কর্তৃপক্ষকে পূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মুল্য, ওজন ইত্যাদি না লেখা এবং যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া দই মিষ্টির মধ্যে পোকা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বাজারে ডিম, মুদিদোকান, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC