November 14, 2024, 12:31 pm
সর্বশেষ:
বেনাপোলে কলেজ ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির শরণখোলায় তিন মাসের শিশু চুরির চেষ্টা প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা সাতক্ষীরায় হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সালের বিরুদ্ধে নারী রোগীকে জুতা দিয়ে পিটানর অভিযোগ বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন

উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Last update: Thursday, November 7, 2024

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উলিপুর দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী পোস্ট অফিস মোর থেকে থানা মোড়, পূর্ব মাতা রেল গেট, উপজেলা চত্বর শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আতাউর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকারের চাপে আমরা দলীয় কার্যালয়েও কোন প্রোগ্রাম করতে পারি নাই তারা আমাদের কার্যালয় প্রশাসন বেরিগেট দিয়ে রাখত , সেই প্রশাসনে আবার আমাদের স্বাগত জানায়, এটাই হল ধৈর্যের ফল, অতএব কেউ বিশৃঙ্খলা করবেন না, আমরা যার যার স্থান থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সামনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC