November 4, 2024, 9:10 pm
সর্বশেষ:
আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন মৌলভীবাজারে দেখা মিলল “আয়না ঘরের” উলিপুরে ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ আলফাডাঙ্গায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উখিয়ায় এনজিও কর্মী সদানন্দের বিরুদ্ধে অবৈধ প্রকল্প চালানোর অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন

  • Last update: Monday, November 4, 2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু স্মরণে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল ইউনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ইউএই শাখা সমূহের উদ্যোগে ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

এসময় মাননীয় প্রধান অতিথি বলেন, কুরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে তরিক্বতের অনুশীলন করতে পারলেই দ্বীনের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। প্রিয় রাসুল (দ.) এর পথ ধরে যে সমস্ত মহামানব নবীজির ভালোবাসায় ও অনুসরণে ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের মধ্যে নিঃসন্দেহে হযরত গাউছুল আজম (রাঃ) চির সমুজ্জ্বল। কাগতিয়ার নিভৃত পল্লি থেকে যে তরিক্বতের সূচনা হয়েছিল তা বিশ^ময় বিস্তৃত ও সমাদৃত। যে মনীষীর নির্জন রাত্রির নির্ঘুম কান্নার ঢেউ যেন আচড়ে পড়েছে আজ জাজিরাতুল আরবের পূণ্যভূমিতে। এমন এক মহান তরিক্বত নবীজির কাছ থেকে উপহার পেয়েছেন, যে তরিক্বতের সংযোগ সরাসরি নবীজির সাথে। দৈনিক এগারশত এগারবার দরূদ শরীফ আদায়, ক্বাজা হয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করা, মোরাকাবা, জিকিরে জলী, ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বাতেনি নূর মোমেনদের মাঝে বিতরণ এই তরিক্বতের অনন্য অনুশীলন। এটি এমন এক মহান তরিক্বত যে তরিক্বতের অনুশীলন করার জন্য কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না, আবার পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না। শরীয়তকে শতভাগ মানার মধ্য দিয়ে তরিক্বতের অনুশীলন পুরো পৃথিবীর মাঝেই বিরল।

তিনি বলেন, মহান আল্লাহর অনুগ্রহে প্রিয় নবীজির সাদকায় এই তরিক্বতে অন্তর্ভূক্ত হতে পারলেই ইনশাআল্লাহ মঞ্জিলে মকছুদই হবে আমাদের একমাত্র গন্তব্য। প্রিয় নবীজির বাতেনী নূর বিতরণের মাধ্যমে আলোকিত মানুষ তৈরির অনন্য নিকেতন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত। নবীর নূর বক্ষে নিয়ে নিজেকে আলোকিত করার আহ্বানে জাজিরাতুল আরবের আজকের এই এশায়াত সম্মেলন।

তিনি আরও বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হচ্ছেন নূর এবং পবিত্র কোরআনুল কারিমও নূর। বর্তমানে প্রিয় নবীর বাতেনি নূর এবং কোরআনুল করিমের পবিত্র নূর অর্থাৎ উভয় প্রকার নূর বিতরণের বিরল ব্যবস্থাপনা রয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।

দুবাই কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হারুন এম.আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আবুধাবী পুলিশের সিকিউরিটি ইনফরমেশন অফিসার মুহাম্মদ আল খিতবি আবু নাহিয়ান, বিশিষ্টি ব্যাবসায়ী আলহাজ্ব নুর মোহাম্মদ সিকদার ও আলহাজ্ব মুহাম্মদ আবুল হোসেন।

বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাফর, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম প্রমূখ।

সংযুক্ত আরব আমিরাতের মাঠিতে অনুষ্ঠিত সর্ববৃহৎ ধর্মীয় এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও স্থানীয় আরবি সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রান নবীপ্রেমিক হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গন সহ আশপাশের এলাকা ছিল কানাই কানাই পূর্ণ। সম্মেলন রূপ নেয় জনসমুদ্রে। এছাড়াও সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও কাতারের ধর্মপ্রান মুসলমানেরা লাইভে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মিলাদ ও কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC