November 5, 2024, 7:20 am
সর্বশেষ:
আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন মৌলভীবাজারে দেখা মিলল “আয়না ঘরের” উলিপুরে ব্লাড ব্যাংকের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ আলফাডাঙ্গায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উখিয়ায় এনজিও কর্মী সদানন্দের বিরুদ্ধে অবৈধ প্রকল্প চালানোর অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট

  • Last update: Sunday, November 3, 2024

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করা হয়৷ মাধ্যম ধরে কনস্যুলার সেবা গ্রহণের কোনো কারণ নেই৷ কনস্যুলেট সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কনস্যুলেটের প্রেস উইং আরিফ রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, দূতালয় প্রধান আশাফক হোসাইন, কাউন্সেলর আব্দুস সালাম, পাসপোর্ট প্রথম সচিব মোহাম্মদ কাজী ফয়সাল, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফসহ প্রবাসী সাংবাদিকরা ।

নবনিযুক্ত কনসাল জেনারেল বলেন, ‘অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম কাজ হচ্ছে প্রবাসীদের সেবা প্রদান সহজিকরণ করা। প্রবাসীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হোন সেদিকে আমাদের নজর থাকবে। আমিরাতের সঙ্গে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটিকে বাণিজ্যিক রূপ দিতে নানা কর্মপদ্ধতি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে৷’

তিনি বলেন, ‘রেমিট্যান্স প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর জন্য কি করণীয় সেটি নিয়েও আমরা কাজ করছি৷ রেমিট্যান্স যতো বেশি দেশে যাবে দেশ ততো সমৃদ্ধ হবে৷

মতবিনিময় সভায়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন সাংবাদিকরা৷ বিশেষ করে কনসাল সেবা আরও সহজিকরণ, কনস্যুলেটে তথ্য কেন্দ্র স্থাপন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রাঙ্গণ, কনস্যুলেটকে দালাল মুক্ত রাখতে উদ্যোগ গ্রহণ, সামাজিক ও জাতীয় দিবসে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC