প্রবাসে মায়ের জন্য প্রার্থনা: আমিরাতে বিএনপি মহিলা দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শারজাহে আমিরাত মহিলা দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত মহিলা দলের সভাপতি শামসুন্নাহার স্বপ্না এবং পরিচালনা করেন মোমেনারা চৌধুরী রানু। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন, রাশেদা আক্তার, বিলকিস আক্তার, তরিকুল ইসলাম, হানিফ খোকন, পাপ্পু খান, লোকমান হোসেন, মালিহা মোরশেদ, লাকি আক্তারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মির কামাল।

আমিরাত মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, “বেগম জিয়ার অসুস্থতার সংবাদে প্রবাসে থাকা হাজারো নেতাকর্মী ব্যথিত। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাঁর প্রতি রহমত বর্ষণ করবেন এবং দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।”

Facebook Comments Box
Share: