মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা শালকোনা সীমান্ত এলাকা থেকে ৪৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ “বিজিবি” সদস্যরা। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
রবিবার(২৮ জুন) রাত ৩ টার সময় ৪৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি’র শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শালকোনা মাঠের মধ্যে মেইন পিলার ৩০ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে শালকোনা বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।বিজিবি’র অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
Drop your comments: