সংযুক্ত আরব আমিরাতে বেগম খালেদা জিয়ার জন্য জিয়া পরিষদের কুরআন খতম ও দোয়া মাহফিল

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত-এ জিয়া পরিষদের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) শারজার একটি রেস্টুরেন্টের হলরুমে কুরানে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের আহ্বায়ক মুস্তফা মাহমুদ, সদস্য সচিব এস এম মোদাসসের শাহ, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহীনুর শাহীন, শাহদাত হোসেন সুমন, সাহেদ রেজাউল করিম, গাজি মামুন সহ সাধারণ প্রবাসীরা এতে অংশ নেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দীন । দেশনেত্রীর রোগমুক্তি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box
Share: