আজিজুর রহমান: আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গাতে বাংলাদেশ ইলেক্টিশিয়ান ফেডারেশন, ছাত্র সমাজ ও এলাকার সর্বস্তরের জনগণ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভূতুড়ে বিল তৈরিসহ নানা অনিয়ম-দুর্নীতিসহ ৭টি অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের পর ভুক্তভোগী গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এবং ৭ দফা তুলে ধরেন। যেমন: ভূতুরে বিদ্যুত বিল বন্ধ করতে হবে, মিটার দেখে সঠিক ভাবে বিদ্যুৎ বিল করতে হবে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল দিতে হবে, ট্রান্সফমার নষ্ঠ হলে কোনো প্রকার অর্থ ছাড়া ২৪ ঘন্টার মধ্যে সমাধান দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, ডিমান্ড চার্জ কমাতে হবে, সকল গ্রাহকের সমান ভাবে সেবা প্রদান করতে হবে ও কোনো এলাকায় বিদ্যুৎ বন্ধ করে কাজ করতে হলে অবশ্যই মাইকিং করতে হবে। সকল বক্তারা এসব ৭ দফা দাবী আদায়ের কথা উল্লেখ্য করেন।
সমাবেশে শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারণলিপি প্রদান করা হয়।
আলফাডাঙ্গ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা শাখার সভাপতি শহিদল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতিরি আহ্বায়ক নজির মিয়া, আলফাডাঙ্গা ছাত্রসমাজ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রগিষ্ট সমিতির আলফাডাঙ্গা শাখার সভাপতি হারুন রশীদ প্রমুখ।
এ বিষয়ে আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ফাহিম হোসেন ইভান বলেন, বিদ্যুৎ অফিসের নিয়ম মেনে সব ধরনের কাজ করা হয়। এখানে কোনো কাজের ব্যত্যয় হলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিতে হবে। এভাবে মানববন্ধন করে সব কিছুর সমাধান হবে না। ইউএনও সারমীন ইয়াসমীন জানান, স্মারকলিপি পেয়েছি, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।