বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল এর উদ্যোগে ভারত সরকার কর্তৃক অবৈধ ভাবে বাঁধ খুলে দিয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হাটহাজারী’র বানবাসী মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি।
চলমান বন্যা পরিস্থিতিকে সামনে রেখে কয়েকদিনের কর্মসূচি হাতে নেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি। তারই ধারবাহিকতায় আজ শুক্রবার স্থানীয় কয়েকটা (বেশি ক্ষতিগ্রস্ত) এলাকায় প্রায় হাজার খানেক পানিবন্ধি মানুষের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করেন।নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে আগামী কয়েকদিনের কর্মসূচিতে শুকোনো খাবার ও ওষুধ বিতরনের কর্তমসূচি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম টিটু , চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ , ইউনিয়ন বিএনপি নেতা আলতাফ হোসেন মিটু, জসিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ লোকমান , হাটহাজারী মৎস্যজীবী দলের আহ্বায়ক সফিউল আলম, প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, সাংবাদিক কাজী মঞ্জুরুল হক জাহেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন রিচার্ড, উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি আজম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান, উত্তর মাদার্শা ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন মুন্না, সহ সভাপতি মুহাম্মদ আসিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির আসিফ,শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ , সিনিয়র সহ সভাপতি বাবুল , সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, যুবনেতা যুবাইর, সাকিব , আরিফ,মিরাজ,সুমন , সাখাওয়াত, ফরহাদ , সাহাবউদ্দিন, মোহাম্মদ করিম, সহ অনেকেই উপস্থিত ছিলেন।