তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড় ধসে বড় বাঁশঝাড় সড়কে পড়েছে। এতে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২০ই আগস্ট) ভোরে ভারী বৃষ্টির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে রয়েছে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২০ই আগস্ট) ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাশঁ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর ১৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’