ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) করোনায় আক্রান্ত হয়ে রবিবার ভোর ৫টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুন সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয়।
পারিবারিক সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়ার পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়।এর আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করছিলেন অ্যাডভোকেট আক্রামুজ্জামান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
অ্যাডভোকেট আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ৭১ এ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। ৯০ এর দিকে আওয়ামীলীগে যোগ দেন। ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফেনী জজ কোর্টে সাবেক সরকারী কৌসুলি (পিপি) এবং ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন। ২০১৯ সালে তিনি ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।