শাহ সুমন, বানিয়াচং: প্রযুক্তি দিয়ে করবো কৃষি,থাকবো সুখে দিবানিশি।এ প্রতিপাদ্য বানিয়াচং উপজেলা প্রশাসনের মাঠ প্রাঙ্গনে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২( বানিয়াচং ও আজমিরীগঞ্জ) সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে বারোটায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লাহ ইউপি চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান খান, মোঃ আরফান মিয়া,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া বিকল্প কোন পথ নেই।এরই মধ্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং বাংলাদেশ কৃষিতে প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে । বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। উদ্বোধন করার পরে তিনি মেলায় বিভিন্ন ফুল ফলের গাছের নার্সারি পরিদর্শন করেন।