নিবন্ধন পেল এনসিপি ও বাসদ, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রথম পর্যায়ে ১২১টি দলকে বাদ দেওয়া হয়। পরে বাছাই করা ২২টি দলের মধ্যে ৩টি দল—এনসিপি, আম জনগণ পার্টি এবং বাসদ (মার্কসবাদী)—কে চূড়ান্ত তালিকার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

তবে তিন দলের মধ্যে শুধু আম জনগণ পার্টির বিরুদ্ধে আপত্তি উঠেছে জানিয়ে ইসি সচিব বলেন, এনসিপি ও বাসদ (মার্কসবাদী)–এর বিরুদ্ধে কোনো আপত্তি পাওয়া যায়নি। তাই তাদের নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে।

আম জনগণ পার্টির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, তাদের বিরুদ্ধে আপত্তি থাকায় শুনানি ও পর্যালোচনা অব্যাহত থাকবে।

নিবন্ধন না পাওয়া দলগুলোর বিষয়ে তিনি বলেন, ১৪টি দল রিভিউয়ের জন্য আবেদন করেছে। রিভিউ সম্পন্ন হওয়ার সময়সীমা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তফসিল ঘোষণার আগে হতে পারে, পরে হতে পারে—সবকিছু পর্যালোচনা শেষ হলে সিদ্ধান্ত জানানো হবে। অনুমানভিত্তিক মন্তব্য করা ঠিক নয়।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে দলগুলো সুবিধাবঞ্চিত হবে কিনা—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “শেষ মুহূর্তে নিবন্ধন পেলে লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া কঠিন। এটা বাস্তবতা।”

তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবজারভারদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে তালিকা প্রকাশের সময় এবং পর্যবেক্ষকদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *