বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বর্তমান সরকার কৃষি এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম আর তাই সরকারের দেয়া বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, ফলদ ও বনজ গাছের চারা বাশের চারা এবং গবাদি পশু পালন করে দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
গত শনিবার (০৮ জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে বান্দরবানের ৭ উপজেলার বিভিন্ন নিবন্ধনকৃত সমবায় সমিতি ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, ফলদ ও বনজ গাছের চারা বাশের চারা এবং গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফুলে ফলে ভরে ওঠবে কৃষকের পরিবার আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে বাংলাদেশ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবানের ৭টি উপজেলার বিভিন্ন নিবন্ধনকৃত সমবায় সমিতি ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার, সেচ পাম্প মেশিন, ধান মাড়াই মেশিন, স্প্রে মেশিন, পাওয়ার স্প্রে মেশিন, ফলদ ও বনজ গাছের চারা বাশের চারা এবং গবাদি পশু (বকনা গরু) বিতরণ করা হয়।