আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা,প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলায় রয়েছে ঐতিহ্যবাহী ডুগডুগি, শিয়ালমারি পশুর হাট সহ মোট ১১টি পশুর হাট।
গত ০৩ জুন ২০২৪ তারিখ গরু ক্রয়ের জন্য নগদ টাকাসহ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কেশারপাড়া গ্রামস্থ জিয়াউল হক ভূইয়া ও তার সহযোগী জসিম উদ্দিন দামুড়হুদা ডুগডুগি পশুহাটে আসে। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের টার্গেট করে গরু ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে সখ্যতা গড়ে তুলে এবং সু-কৌশলে চেতনা নাশক দ্রব্য মেশানো পান খাওয়া মাত্রই গরু ব্যবসায়ী জসিম উদ্দিন কিছুটা অচেতন হয়ে পড়লে অজ্ঞানপার্টির সদস্যরা ভিকটিম জসিমের নিকটে থাকা গরু ক্রয়ের ১৮,০০,০০০/-টাকা নেওয়ার সময় পশু ব্যবসায়ী জিয়াউল হক সহ আশপাশের লোকজন অজ্ঞানপার্টি চক্রের সদস্য মোঃ বাচ্চু মাঝি কে গ্রেফতার করে। বর্ণিত ঘটনার বিষয়ে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৪ তারিখ- ০৩ জুন ২০২৪ ধারা-৩২৮/৫১১/১০৯ পেনাল কোড রুজু হয়।
এই মামলার রুজুর পর চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানএর প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং পরামর্শক্রমে অজ্ঞান পার্টির এই চক্রকে গ্রেপ্তারে চুয়াডাঙ্গা সদর থানা, জীবননগর থানা, দর্শনা এবং দামুড়হুদা থানাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে আটক করে।
গ্রেফতারকৃত অজ্ঞানপার্টির সদস্যদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ বাচ্চু মাঝি(৪৮), পিতা-মৃত কাশেম মাঝি, দক্ষিণ রাজাপুর, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট।
২। মোঃ হাসেম আলী(৪৮), পিতা-মৃত গোলাপ মন্ডল, সাং-দুধপাতিলা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা।
৩। মোঃ সালামত(৫৫), পিতা-মৃত রইচ উদ্দিন, সাং-ইশ্বরচন্দ্রপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।
৪। মোঃ শাহাবুদ্দিন ওরফে শুকচাঁন(৩০), পিতা-মোঃ বিল্লাল হোসেন,সাং-বোয়ালমারি, থানা ও জেলা-চুয়াডাঙ্গা।
৫। মোঃ ইব্রাহিম ওরফে ইব্রা(৫০), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং-সন্তোষপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।
৬। মোঃ আব্দুর রাজ্জাক(৪৭), পিতা-মোঃ নওশাদ মন্ডল, সাং-মৃগমারী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।