বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ শেষে এই সনদ বিতরণ করা হয়।
এর আগে গতকাল বুধবার দুদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন স্থানীয় সরকার এনআইএলজি যশোর জেলার উপপরিচালক মোঃ রফিকুল হাসান।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এসময় সমাপনি অনুষ্ঠানে স্থানীয় সরকার এনআইএলজি উপপরিচালক খন্দকার মোঃ মাহাবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Drop your comments: