![IMG_20200627_133822.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200627_133822.jpg)
গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। ইসরাইলের সেনা সূত্রে এমনটি জানা গেছে।
এদিকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর আগে হামাস অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছে।
সেনা সূত্র জানায়, ইসরাইলের বিমান গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে এ হামলা চালিয়েছে। গাজার নিরাপত্তা সূত্রও এ হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ইসরাইলী বিমান গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ইসরাইল ১ জুলাই থেকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কাজ শুরুর ঘোষণা দিয়েছে। জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ এর বিরোধিতা করে বলেছে, এতে মধ্যপ্রাচ্যে ভবিষ্যত শান্তি স্থাপনের কাজ ব্যাহত হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরাইলকে এ কাজে সবুজ সংকেত দিয়েছে।