চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডায়ালাইসিস মেশিন প্রদানের আশ্বাস

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খান ৫ নভেম্বর (বুধবার) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে শিগগিরই বেশ কয়েকটি নতুন ডায়ালাইসিস মেশিন প্রদান এবং আগামী দুই বছরের মধ্যে এ কে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে নার্সিং কলেজের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন।

পরিদর্শন উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান, ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, মোহাম্মদ মোশাররফ হোসাইন, স্মৃতি রানী ঘোষ ও ঝিনু রানী দাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন কাশেম খান বলেন, “দীর্ঘদিন পর এই হাসপাতালে এসে এর ব্যাপক কার্যক্রম দেখে আমি অভিভূত। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান সত্যিই প্রশংসনীয়।” তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠিত শামসুন নাহার খান নার্সিং কলেজের শতভাগ পাশের হার এবং ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, নার্সিং কলেজের একাডেমিক ভবন নির্মাণে এ কে খান ফাউন্ডেশন আগামী দুই বছরের মধ্যে সহায়তা করবে। এছাড়া ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুতই অতিরিক্ত কয়েকটি মেশিন প্রদানের প্রতিশ্রুতি দেন।

নবনির্মিত ক্যান্সার ইউনিট প্রসঙ্গে তিনি বলেন, “এটি দেশের বাইরের কোনো আধুনিক হাসপাতালের মতো মনে হয়েছে। মা ও শিশু হাসপাতাল এখন দেশের শীর্ষ বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের একটি।”

তিনি নার্সদের জন্য ইংরেজি, জাপানি ভাষা ও কেয়ারগিভার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ অতিথি এম এ মালেক বলেন, “ভালো উদ্যোগ কেউ না কেউ নিতে হয়। আমরা ক্যান্সার হাসপাতালের কাজ শুরু করেছি, ভবিষ্যৎ প্রজন্ম এটিকে সম্পূর্ণ করবে। একদিন এটি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল হবে।” তিনি নার্সদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পরামর্শ দেন এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box
Share: