আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বি এন পি।
বৃহস্পতিবার ৩০ মে বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বি এন পি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বি এন পির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএন পির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর জামাল খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহম্মেদ শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা,পৌর বিএনপির আহবায়ক যুগ্ন আহবায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলী প্রমুখ । আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।