এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়েরকৃত ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই রাতে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর এ কে খান মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে লিংক রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ডাকাত দল তার গতিরোধ করে। ওই সময় প্রবাসীর কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল লুট করা হয়।
এই ঘটনায় প্রবাসী সামসুদ্দিন হালিশহর থানায় ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন। এরপর থেকে সাদ্দাম পলাতক ছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে হালিশহর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সাদ্দাম হোসেন পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আরও কয়েকটি অপরাধমূলক অভিযোগ রয়েছে, যা যাচাই-বাছাই চলছে।
