এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।
ওসি সোলায়মান বলেন, নিহত হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। প্রায় চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার ওরফে তানহা নামে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক গড়ে উঠে প্রেমে রূপ নেয়।
তবে এ সম্পর্কের বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম। এরপর থেকেই জাহেদ বিভিন্ন সময় ফোনে হাসিবুলকে হুমকি দিতে থাকেন।
তিনি আরও জানান, সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাহেদ কৌশলে হাসিবুলকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে সঙ্গীত আবাসিক এলাকার সড়কের ওপর কথা কাটাকাটির একপর্যায়ে জাহেদ ধারালো ছুরি দিয়ে হাসিবুলের বুকে ও পিঠে আঘাত করেন এবং সেখান থেকে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকা থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
