শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এনসিপি নেতা সবুজ তালুকদার অভিযোগ করেছেন, এক ছাত্রলীগ নেতার মোবাইল ফোনে হুমকির পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তার কার্যালয়টি শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত।
সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, “আমি শুরু থেকেই এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সোমবারও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি পাই। এরপরই আমার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সময়ও আমরা ভয় পাইনি। এখনো ভয় পাব না। আমি দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্ফোরণের ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
