May 20, 2024, 9:59 am
সর্বশেষ:
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম বিরোধীদের জেলে ঢুকিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মডেলে নির্বাচন করতে চান মোদি: কেজরিওয়াল এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী বেনাপোলে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গণসমাবেশ দেশজুড়ে আজ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর

লোহাগাড়া চরম্বায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা

  • Last update: Saturday, April 27, 2024

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রাম: গত কয়েক দিন ধরে চলা তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ। বৃষ্টি না হওয়ায়, কৃষকের ফসল নষ্ট হওয়ার উপক্রম। সেচ দিয়েও কুল পাচ্ছে না কৃষকরা। এদিকে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। স্কুল, কলেজ সব বন্ধ। প্রাণিকুলও রয়েছে চরম হতাশায়। প্রখর রৌদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।

এমন সংকটময় মুহূর্তে রহমতের বৃষ্টির প্রত্যাশায় শনিবার(২৮ এপ্রিল) সকাল ১১টায় তপ্ত রোদের মধ্যেই চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা খলিফা পাড়া মহিলা মাদ্রাসর মাঠে। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রার সাবেক সুপার মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম এর ইমামতি’তে দোয়া ও ইসতিসকা নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসঙ্গে, বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতলতা ছড়িয়ে দিতে দোয়া করা হয় ।

মুসল্লি মোহাম্মদ দেলোয়ার হোসাই বলেন, সব আল্লাহর লীলা খেলা, তিনি চাইলে সব হবে। একমাত্র আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা আল্লাহর নিকট চাইলাম। তিনিই তার বান্দাদের রহমতের বৃষ্টি প্রদান করবেন।

মোনাজাতে অঝোরে চোখের পানি ফেললেন মুসল্লিরা কৃষক আব্দুস গফুর বলেন, অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই। মাঠ-ঘাট ফেটে গেছে। জমিতে সকালে পানি দিলে বিকেলে থাকছে না। বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তিনি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC