নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণ করা হচ্ছে করণ জোহরকে। অভিমানে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা চেয়েছেন তিনি। নেপোটিজম নিয়ে নেটদুনিয়ায় এত শোরগোল, একের পর এক কদর্য আক্রমণের জেরেই কি এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। ঠিক কী হয়েছে?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সম্প্রতি করণ জোহর মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ড থেকে পদত্যাগ করেছেন। কারো সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি ইস্তফাপত্র জমা দিয়েছেন বোর্ডের পরিচালক স্মৃতি কিরণের কাছে। এমনকী, ভারতীয় চলচ্চিত্র জগতের এই ঐতিহ্যবাহী ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে সদস্য পদ ছাড়ার আগে করণ জোহর নাকি দ্বিতীয়বার এই সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করারও পক্ষপাতী ছিলেন না। সূত্রের খবর বলছে, বোর্ডের সভাপতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও করণের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করেছেন। এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছেন।
কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। কারণ? প্রযোজক-পরিচালকের ধারণা সুশান্তের মৃত্যুর পর থেকে যেভাবে অপমানিত হচ্ছেন তিনি নেটদুনিয়ায়, বলিউডের কেউই তার পাশে এসে দাঁড়াননি এই সময়ে। এমনকী আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো বহু স্টার-কিডদের লঞ্চ করার নেপথ্যে তিনি থাকলেও এই দুঃসময়ে কেউ নেই তার পাশে! আর সেই অভিমানেই তিনি নাকি বোর্ড থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর অন্তত এমনটাই বলছে।