পাকিস্তানে জোট সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কয়েক দফা বৈঠক শেষে গতকাল মঙ্গলবার রাতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
সরকার গঠনে দল দুটি প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে বলে জানান বিলাওয়াল। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন নেতা ও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। আর প্রেসিডেন্ট হবেন বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি।
সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ বলেন, ‘আগামী ৫ বছরের জন্য আমরা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি।’
বিলাওয়াল ভুট্টো সংবাদ সম্মেলনে জানান, পরবর্তীতে জোট সরকারের অন্যান্য নেতাদের নাম ঘোষণা করা হবে।
এদিকে পিএমএল-এন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে ইমরান খানের দল পিটিআই। এ সময় আবারও জনগণের ভোট চুরির অভিযোগ আনে দলটি। নির্বাচনে কারচুপির অভিযোগে মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জটিলতা তৈরি হয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল সবচেয়ে বেশি আসনে জয় পেলেও তারা ভোটে কারচুপির অভিযোগ করে। তবে নওয়াজ শরীফ ও বিলাওয়ালের মধ্যে জোট সরকার নিয়ে আলোচনা চলে।