বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারির কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৭ জুলাই থেকে ফের পর্যটকদের আমিরাত ভ্রমণের সুযোগ হচ্ছে।
ভ্রমণের সুযোগ থাকলেও রয়েছে বেশ কিছু করোনাকালীন নতুন নিয়মাবলী ও নির্দেশিকা। এসব নিয়মাবলী ও নির্দেশ মেনেই ভ্রমণের সুযোগ হবে আমিরাতে।
এক্ষেত্রে আমিরাত প্রবেশের জন্য ভ্রমণের ৯৬ ঘণ্টা বা চার দিন আগে পাওয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। কোনও পর্যটক নেগেটিভ সনদ দেখাতে না পারেন তাহলে তাকে বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষা করা হবে। তখন যদি পর্যটকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে তাহলে তাকে নিজ খরচে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
এছাড়া প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক। বিমানবন্দরে পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এজন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্যবিমা থাকা আবশ্যক।