বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল, এ কথা জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সাথে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যুসহ বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। আমদানি-রফতানিতে বাংলাদেশের মোংলা-পায়রা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল।
তিনি আরও বলেন, ভারতের ২৩ কিলোমিটার পথ ব্যবহার করে বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য করতে চায় দেশটি। এক্ষেত্রে বাংলাবন্ধা ও বুড়িমারি স্থল বন্দর ব্যবহার করবে নেপাল। ভারতের করিডোর ব্যাবহার করে স্থলপথে নেপালের সাথে যোগাযোগ দ্রুতই শুরু হবে। তিন দেশই এ বিষয়ে একমত হয়েছে।
Drop your comments: