সাংবাদিক ড. রেজোয়ান হোসেন মারা গেছেন

দৈনিক দিনকালের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অদিতি সিদ্দিকী।

ড. রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন যাবত কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। গত কিছুদিন ধরে তিনি শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট রেজোয়ান হোসেন সিদ্দিকীর ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী ও মা মরহুমা হাওয়া সিদ্দিকী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

Facebook Comments Box
Share: