বাংলা এক্সপ্রেস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৪৫ দিনে করোনাভাইরাস ছাড়া মৃত্যুবরণকারী শতাধিক প্রবাসী বাংলাদেশির লাশ দেশে পাঠানো হয়েছে।
এই তথ্যটি আমিরাতের ইংরেজি পত্রিকা গালফ নিউজকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নিশ্চিত করেছেন।
দূতাবাসের কর্মকর্তা আরো জানান ২০ টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে করোনায় বিপর্যস্ত কর্মহীন পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব লাশ গত মার্চা মাস থেকে আমিরাতের বিভিন্ন প্রদেশের মর্গে ছিল।
এছাড়া আবুধাবি ও দুবাই মর্গে এখনো ১০ টি করে মোট ২০ টি লাশ পাঠানোর অপেক্ষায়।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিমানের স্বাভাবিক ফ্লাইট স্থগিত থাকার কারণে এসব লাশ দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দেশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন।
Drop your comments: