পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে চলছে করোনা রোগীর চিকিৎসাসেবা। এখন এই হাসপাতালের সামনের রাস্তায় কোরবানির অস্থায়ী পশুহাট বসাতে দরপত্র আহ্বান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ঘনবসতিপূর্ণ এই এলাকায় স্বাস্থ্যবিধি রক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই হাসপাতাল সংলগ্ন আরমানিটোলা মাঠ। এই পশুহাট মাঠ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই তাঁরা পশুহাটের দরপত্র স্থগিতের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং করোনা প্রতিরোধে এই পশুহাট বাতিলের আবেদন জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ। মাঠটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নিজস্ব সম্পত্তি।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুন আরমানিটোলা মাঠের আশপাশের খালি জায়গায় কোরবানির (সরকারি মূল্য ১ কোটি ৬৫ লাখ) পশুহাটের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসসিসি। কিন্তু বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধির কিছুই বলা হয়নি। এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়নি। ২৯ জুন দরপত্র চূড়ান্ত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা উদ্যাপন করা হবে।