করোনা পরিস্থিতিতে ছুটিতে থাকা বিদেশি নাগরিকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সৌদির বাইরে থাকা প্রবাসীদের পুনরায় দেশটিতে প্রবেশে ভিসা পুনঃনবায়ন করার প্রক্রিয়াটি করোনভাইরাস মহামারীর সংকট শেষ হওয়ার পর চালু হবে। জাওয়াজাত তাদের টুইটার অ্যাকাউন্টে এ তথ্যটি জানিয়েছে। বর্তমানে যারা সৌদির বাইরে থাকায় ভিসা শেষ হয়ে গেছে এমন বেশ কয়েকজন প্রবাসীর প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।
সৌদির পাসপোর্ট অধিদফতর বলছে, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে আনুষ্ঠানিকভাবে তা তাদের অফিসিয়াল পেজে ঘোষণা করা হবে।
Drop your comments: