উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে কম্পনটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক সুরক্ষা দফতর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মৃতদের মধ্যে একজন রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সের কর্মী। কম্পনের সময় মাথায় শিলা পড়ে তার মৃত্যু হয়। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর বা তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর।
কম্পনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে ওই এলাকার পাহাড়ি রাস্তাঘাট শিলায় ছেয়ে যেতে দেখা গেছে।
আল জাজিরা-র খবরে বলা হয়েছে, মঙ্গলবারের ওই কম্পনের পর ১৪০টি আফটারশকের ঘটনা ঘটেছে। তবে এর বেশিরভাগই ছিল ছোটখাট।