মো. রাসেল ইসলাম: আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তাই সকলে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত যে সাপোর্ট দিয়েছে যে নিরাপত্তার ব্যবস্থা করেছে তাতে আমরা অনেক খুশি। এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা আমাদেরকে আশ্বস্ত করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে যেন মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করে বাড়ি ফিরতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে যশোরের শার্শায় ভোট গ্রহণ কর্মকর্তাদের বিফ্রিং অনুষ্ঠানে এসমস্ত কথা বলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)।
যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার এর সভাপতিত্বে ও শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির।