কুমিল্লা-৭ আসনের চান্দিনা উপজেলায় নৌকার প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মুনতাকিম আশরাফের সমর্থকরা এ হামলা চালিয়ে থাকতে বলে ধারণা নৌকা প্রার্থীর।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হারং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডা. প্রাণ গোপাল বলেন, পরাজয় নিশ্চিত হয়ে, নির্বাচনকে বাধাগ্রস্থ করতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমি নিশ্চিত তার জামানতও থাকবে না।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, আওয়ামী লীগের ডা. প্রান গোপাল দত্ত, জাতীয় পার্টির মো. লুৎফুর রেজা, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সহিদুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের তোফায়েল হোসাইন, বাংলাদেশ কংগ্রেসের সালাম মিয়া, গণফ্রন্টের মো. এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ।