আবদুল্লাহ আল মামুন, সাক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
সভায় রিটার্নিং কর্মকর্তা সবার উদ্দেশে বলেন, নির্বাচনে আচরণ বিধিমালা কোনোমতেই লঙ্ঘন করা যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে।
রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সবাইকে অবগত করেন। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের কাছ থেকে মতামতও জানতে চান তিনি। এসময় প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
সভায় জেলার চারটি আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।