মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম বিল্লাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে বেনাপোল সাদিপুর গ্রামে টুকুর বাড়ি থেকে হেরোইনসহ মাসুম বিল্লাহ কে হাতে নাতে আটক করা হয়। এসময় সাদিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে টুকু পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক মাসুম বিল্লাহ বেনাপোল নামাজ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে টুকুর বাড়িতে অভিযান পরিচালনা করে মাসুম বিল্লাহ কে ১০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টুকু পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক বিক্রির সময় হাতে নাতে একজন কে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।