‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখিবো তাদের অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।
সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশে কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন,’সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাঙালি কমিউনিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাবো- রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন।’
শ্রম কাউন্সিলর মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, কনস্যুলেটের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস যথাযথ অনুষ্ঠানসূচির মাধ্যমে পালন করা হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।